কবরের নামফলকে আমার নাম ভুল

বন্ধু কৌতুক November 10, 2016 1,482
কবরের নামফলকে আমার নাম ভুল

দুই বন্ধু তাদের আত্মীয়ের কবরে প্রার্থনা করে ফিরছিলো। এমন সময় পাথরে পাথরে ঘষার কর্কশ আওয়াজ শোনা গেলো। ভয়ে দুই বন্ধুর প্রাণ যায় যায় অবস্থা। তাড়াতাড়ি কবরস্থান থেকে বের হতে গিয়ে তারা দেখলো এক বৃদ্ধ কবরের নামফলক ঘষছে।


এই দেখে দুই বন্ধুর ভয় কমে গেলো। তারা বৃদ্ধকে বললো-

দুই বন্ধু : আপনি আওয়াজ করে আমাদের খুব পাইয়ে দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম আপনি ভূত।

বৃদ্ধ : আর বলো না। বোকার হদ্দ মিস্ত্রিগুলো কবরের নামফলকে আমার নামটা ভুল লিখেছে।