সিগারেট কোম্পানিতে চাকরির ব্যাপারে ইসলামের বিধান কি?

ইসলামিক শিক্ষা November 4, 2016 2,101
সিগারেট কোম্পানিতে চাকরির ব্যাপারে ইসলামের বিধান কি?

প্রশ্ন : সিগারেট কোম্পানিতে কর্মীদের কাজ থাকে সিগারেট নির্মাণ এবং বিক্রির পাশাপাশি ভোক্তা তৈরি করা। এতে সিগারেট পানে উৎসাহ দিতে হয়ে। এরকম কোম্পানিতে চাকরির ব্যাপারে ইসলামের বিধান কি?


উত্তর : তামাক, সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য পান করা ইসলামে চরম ঘৃণিত এবং নিষিদ্ধ। এ জন্য এসব পণ্য বিক্রি করা বা বিক্রিতে সহায়তা করাও মাকরুহে তানযিহি তথা ইসলামে ঘৃণিত ও নিষিদ্ধ। অন্য উপায় থাকলে এরকম কোম্পানিতে চাকরি না করা চাই। [আদ্দুররুল মুখতার, খণ্ড : ৯, পৃষ্ঠা : ৫৪; ইমদাদুল ফাতাওয়া, খণ্ড : ৪, পৃষ্ঠা : ৩৭১]


তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর