আরশোলা মরলে তো

ক্রেতা-বিক্রেতা কৌতুক November 2, 2016 2,277
আরশোলা মরলে তো

ক্রেতা: আপনার দোকানে আরশোলা মারার ওষুধ পাওয়া যাবে?


দোকানি : হ্যাঁ, যাবে।


ক্রেতা : আরশোলা মারার পাপ আপনার হবে না আমার?


দোকানি : কারোরই হবে না।


ক্রেতা : কেন?


দোকানি : আরশোলা মরলে তো!