বাংলা সাহিত্যে কালজয়ী অনেক চরিত্র সৃষ্টি হয়েছে। বিখ্যাত সেই চরিত্রগুলো আজও পাঠকের কাছে স্মরণযোগ্য।
অনুকরণীয় সেইসব চরিত্র সম্পর্কে জানতেই আজকের আয়োজনের ২য় পর্ব-
১. প্রশ্ন : কুবের চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর : পদ্মানদীর মাঝি।
২. প্রশ্ন : পদ্মানদীর মাঝির আলোচিত নারী চরিত্র কোনটি?
উত্তর : কপিলা।
৩. প্রশ্ন : মহিম, সুরেশ ও অচলা চরিত্র তিনটি কোন উপন্যাসের?
উত্তর : গৃহদাহ।
৪. প্রশ্ন : মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৫. প্রশ্ন : দীপাঙ্কর (দীপু), সতী ও লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : বিমল মিত্র।
৬. প্রশ্ন : দীপাঙ্কর (দীপু), সতী ও লক্ষ্মী চরিত্র কোন উপন্যাসের?
উত্তর : কড়ি দিয়ে কিনলাম।
৭. প্রশ্ন : দীপাবলী চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : সমরেশ মজুমদার।
৮. প্রশ্ন : দীপাবলী চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর : দীপাবলী।
৯. প্রশ্ন : রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১০. প্রশ্ন : রমা ও রমেশ চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : পল্লী সমাজ।
১১. প্রশ্ন : ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১২. প্রশ্ন : ষোড়শী ও নির্মল চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : দেনা-পাওনা।
১৩. প্রশ্ন : সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৪. প্রশ্ন : সতীশ ও সাবেত্রী চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : চরিত্রহীন।
১৫. প্রশ্ন : নবকুমার ও কপালকুণ্ডলা চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬. প্রশ্ন : নবকুমার ও কপালকুণ্ডলা চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : কপালকুণ্ডলা।
১৭. প্রশ্ন : নবীন ও মাধব চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : দীনবন্ধু মিত্র।
১৮. প্রশ্ন : নবীন ও মাধব চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : নীল দর্পণ।
১৯. প্রশ্ন : ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : দীনবন্ধু মিত্র।
২০. প্রশ্ন : ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : সধবার একাদশী।