ক্লাসের ফার্স্ট বয় ক্লাসে ঢুকে ঘুমিয়ে পড়ল.....
শিক্ষক : এই তুমি ঘুমাচ্ছ কেন?
ছাত্র : আমাকে আমার মত থাকতে দিন।
শিক্ষক : এমন করলে তুমি তো আর প্রথম হতে পারবে না।
ছাত্র : আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
শিক্ষক : তুমি এবারও কিন্তু গণিতে ১০০ পাবে না এমন করলে।
ছাত্র : যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক... সব পেলে ব্যর্থ জীবন।
শিক্ষক : তাহলে তুমি এখন ক্লাসে মন দিবে না?
ছাত্র : না... না না না... না... না... না না না... না...