‘মানুষ শয়তান’ চেনার উপায় কী?

ইসলামিক শিক্ষা October 30, 2016 2,835
‘মানুষ শয়তান’ চেনার উপায় কী?

প্রশ্ন : সূরা নাসে মানুষ শয়তানের কথা বলা হয়েছে। মানুষ শয়তান চেনার উপায় কী?


উত্তর : খুবই সহজ। মানুষ শয়তান চেনার জন্য একটাই পদ্ধতি, ‘আল্লাযি ইউওয়াস ওয়িসু ফি সুদুরিন নাস’। মানুষ শয়তান হলো সে ব্যক্তি, যে আপনাকে দ্বীনের ব্যাপারে অসওয়াছা দেবে, আপনাকে দ্বীনি কাজ থেকে যে ব্যক্তি বারণ করবে, দূরে রাখার জন্য চেষ্টা করবে, সে-ই মানুষ শয়তান।


শায়খুল ইসলাম ইবনে কাইয়ুম (রহ.) ওই আয়াতের প্রথম অংশ থেকে মানুষ শয়তানের এই সংজ্ঞা পেশ করেছেন এবং এটাই সবচেয়ে উত্তম সংজ্ঞা। সবচেয়ে উত্তম পরিচিতি।


আপনি দেখবেন, আপনি কোরআন তিলাওয়াত করছেন, একজন এসে বলল যে পরে তিলাওয়াত করো। আসো, কিছুক্ষণ গল্প করি। তাহলে বুঝতে হবে যে সে মানুষ শয়তান।


কারণ, আপনি কোরআন তিলাওয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি ভালো কাজ। এই ভালো কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে নিচ্ছে, গল্প করার জন্য নিয়ে যাচ্ছে। এভাবে আপনি মানুষ শয়তান চিনবেন।


এ ছাড়া শায়খুল ইসলাম ইবনে কাইয়ুম (রহ.) মানুষ শয়তান চেনার জন্য তাঁর কিতাবের মধ্যে অনেক আলামত উল্লেখ করেছেন। সেগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে বেশি উপকৃত হবেন।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন