সাধারণ জ্ঞান : ভূগোল - শেষ পর্ব

সাধারণ জ্ঞান October 29, 2016 1,796
সাধারণ জ্ঞান : ভূগোল - শেষ পর্ব

শিক্ষার্থীদের জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরিপ্রার্থীদের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। ভূগোলের নানাবিধ বিষয়ে ধারণা থাকলে যেকোনো পরীক্ষাতেই কৃতকার্য হওয়া যায়। তাই ‘ভূগোল’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব......


১. প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে-

উত্তর : তাপ ও চাপ উভয়ই বাড়বে।


২. প্রশ্ন : গ্রাফাইট কোন ধরনের শিলা?

উত্তর : রূপান্তরিত শিলা।


৩. প্রশ্ন : কোনটি সুপ্ত আগ্নেয়গিরি?

উত্তর : ফুজিয়ামা।


৪. প্রশ্ন : ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

উত্তর : অ্যালুমিনিয়াম।


৫. প্রশ্ন : ভূ-ত্বকের গভীরতা প্রায়-

উত্তর : ১৬ কিলোমিটার।


৬. প্রশ্ন : লাভা গঠিত মালভূমি কোনটি?

উত্তর : দাক্ষিণাত্য।


৭. প্রশ্ন : ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-

উত্তর : অক্সিজেন।


৮. প্রশ্ন : পৃথিবীর মণ্ডল তিনটির নাম-

উত্তর : অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল।


৯. প্রশ্ন : পাললিক শিলার অপর নাম কী?

উত্তর : স্তরীভূত শিলা।


১০. প্রশ্ন : মার্বেল পাথর কোন শ্রেণির পাথর?

উত্তর : রূপান্তরিত শিলা।


১১. প্রশ্ন : ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?

উত্তর : অক্সিজেন।


১২. প্রশ্ন : চুনাপাথর পরিবর্তন হয়ে কী হয়?

উত্তর : মার্বেল।


১৩. প্রশ্ন : পাললিক শিলায়-

উত্তর : স্তর ও জীবাশ্ম দুটোই আছে।


১৪. প্রশ্ন : কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?

উত্তর : পামীর।


১৫. প্রশ্ন : হিমবাহ কী?

উত্তর : এক ধরনের চলন্ত বরফ স্তুপ।


১৬. প্রশ্ন : পলি দ্বারা গঠিত কোন শিলা?

উত্তর : পাললিক শিলা।


১৭. প্রশ্ন : যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-

উত্তর : ফসিওলজি।


১৮. প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-

উত্তর : সিলিকন।


১৯. প্রশ্ন : সুনামির কারণ হলো-

উত্তর : সমুদ্রের তলদেশে ভূমিকম্প।


২০. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি উপাদান-

উত্তর : অক্সিজেন।