পৃথিবীতে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব অনেক। পরিবেশের সাথে এর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ফলে জনজীবনের সাথেও এর একটা নিবিড় যোগসূত্র রয়েছে। তাই ‘আবহাওয়া ও জলবায়ু’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব......
১. প্রশ্ন : স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গইঞ্চিতে বায়ুর চাপ প্রায়-
উত্তর : ১৪.৫ পাউণ্ড।
২. প্রশ্ন : সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
উত্তর : ৭৬ সেন্টিমিটার।
৩. প্রশ্ন : কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সর্বদা প্রবাহিত বায়ুকে কী বলা হয়?
উত্তর : অয়ন বায়ু।
৪. প্রশ্ন : বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?
উত্তর : বায়ুচাপ কমে যায়।
৫. প্রশ্ন : উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর : ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
৬. প্রশ্ন : সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
উত্তর : বিকালে।
৭. প্রশ্ন : কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?
উত্তর : বিষুবরেখা থেকে এর দূরত্ব, সাগর বা মহাসাগর থেকে এর দূরত্ব ও সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা।
৮. প্রশ্ন : শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন?
উত্তর : বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে।
৯. প্রশ্ন : স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়-
উত্তর : ১৫ পাউন্ড।
১০. প্রশ্ন : যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-
উত্তর : নিয়ত বায়ু।
১১. প্রশ্ন : বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ-
উত্তর : বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
১২. প্রশ্ন : কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কী হয়?
উত্তর : বায়ু প্রবাহ বেড়ে যায়।
১৩. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?
উত্তর : বিকিরণ।
১৪. প্রশ্ন : শীতকালে চামড়া ফাটে কেন?
উত্তর : আর্দ্রতার অভাবে।
১৫. প্রশ্ন : বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
উত্তর : শিশির ও কুয়াশা।
১৬. প্রশ্ন : ক্রমশ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
উত্তর : ভালো আবহাওয়া।
১৭. প্রশ্ন : আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে-
উত্তর : বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থার ৯০%।
১৮. প্রশ্ন : বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
উত্তর : ১০ মিটার।
১৯. প্রশ্ন : ভূপৃষ্ঠের প্রতি বর্গইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-
উত্তর : ১৪.৭২ পাউণ্ড।
২০. প্রশ্ন : মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-
উত্তর : উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন।