সাধারন জ্ঞানের আসর - ৬ষ্ঠ পর্ব

সাধারণ জ্ঞান October 23, 2016 1,048
সাধারন জ্ঞানের আসর - ৬ষ্ঠ পর্ব

প্রশ্নঃ মিসর কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ আফ্রিকা মহাদেশে।


প্রশ্নঃ রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?

উত্তরঃ অগাস্টাস সিজার


প্রশ্নঃ কোন আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান ছিল?

উত্তরঃ রোমান আইনের


প্রশ্নঃ সবচেয়ে বেশি লিথিয়াম মজুদ রয়েছে

উত্তরঃ বলিভিয়ায়।


প্রশ্নঃ পৃথিবীর বহুল ব্যবহৃত ভাষা?

উত্তরঃ মান্দারিন।


প্রশ্নঃ এগমন্ট গ্রুপ কী?

উত্তরঃ গোয়েন্দা ইউনিটগুলোর সংগঠন।


প্রশ্নঃ ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?

উত্তরঃ পাকিস্তানে।


প্রশ্নঃ কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?

উত্তরঃ কাগজ শিল্পের জন্য


প্রশ্নঃ ম্যাগসেসে পুরস্কার প্রবর্তন করা হয় কবে?

উত্তরঃ ১৯৫৭ সালে।


প্রশ্নঃ মালদ্বীপের ভাষার নাম কী?

উত্তরঃ দিবেহি।


প্রশ্নঃ ক্যাটালন কোন দেশের ভাষা?

উত্তরঃ স্পেন।


তথ্যসূত্রঃ ইন্টারনেট