সাধারণ জ্ঞান : ভাইরাস-ব্যাকটেরিয়া - শেষ পর্ব

সাধারণ জ্ঞান October 22, 2016 972
সাধারণ জ্ঞান : ভাইরাস-ব্যাকটেরিয়া - শেষ পর্ব

মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে অসুস্থ হয়। আক্রান্ত হয় বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া দ্বারা। সব উপসর্গ হয়তো আমাদের জানাও নেই। অসুস্থতায় শরণাপন্ন হই চিকিৎসকের। তবে এসব আমাদের জেনে রাখা ভালো। তাই ‘ভাইরাস-ব্যাকটেরিয়া’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব......


১. প্রশ্ন : এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?

উত্তর : অল্পবয়সী ছেলেমেয়েরা।


২. প্রশ্ন : যেটি কলেরা, টাইফয়েড এবং যক্ষ্মা রোগ সৃষ্টি করে-

উত্তর : ব্যাকটেরিয়া।


৩. প্রশ্ন : ভাইরাস একটি-

উত্তর : অকোষী জীব।


৪. প্রশ্ন : ‘স্ট্রিট ভাইরাস’ কোন রোগের জীবাণুর নাম?

উত্তর : রেবিস।


৫. প্রশ্ন : কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

উত্তর : কলেরা।


৬. প্রশ্ন : এইডস সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়-

উত্তর : পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা এইডস রোগ সারানো যায়।


৭. প্রশ্ন : ‘নিউক্যাসেল’ রোগের অপর নাম কী?

উত্তর : রাণীক্ষেত রোগ।


৮. প্রশ্ন : ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?

উত্তর : এডিস।


৯. প্রশ্ন : প্রাণিদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কী?

উত্তর : অ্যান্টিবডি।


১০. প্রশ্ন : একটি সংক্রামক রোগ-

উত্তর : কুষ্ঠ।


১১. প্রশ্ন : ভাইরাসজনিত রোগ কোনটি?

উত্তর : রেবিস।


১২. প্রশ্ন : কোন প্রাণি ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে?

উত্তর : মশা।


১৩. প্রশ্ন : ডেঙ্গু ভাইরাসবাহী মশা হলো-

উত্তর : এডিস ইজিপটাই।


১৪. প্রশ্ন : এক ধরনের প্রচুর ব্যাক্টেরিয়া আমরা খাই-

উত্তর : দইয়ের সাথে।


১৫. প্রশ্ন : ডেঙ্গুজ্বরের বাহক কোনটি?

উত্তর : মশা।


১৬. প্রশ্ন : বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগ?

উত্তর : ইনফ্লুয়েঞ্জা।


১৭. প্রশ্ন : যে সব ভাইরাস ব্যাটেরিয়াকে আক্রমণ করে, তাদেরকে বলা হয়-

উত্তর : ব্যাকটেরিওফাজ।


১৮. প্রশ্ন : কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

উত্তর : এইডস।


১৯. প্রশ্ন : দুধকে টক করে-

উত্তর : ব্যাকটেরিয়া।


২০. প্রশ্ন : ‘পেডিয়াট্রিক’ কাদের চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত?

উত্তর : শিশু।