মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে অসুস্থ হন। আক্রান্ত হন বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া দ্বারা। সব উপসর্গ হয়তো আমাদের জানাও নেই। অসুস্থতায় শরণাপন্ন হই চিকিৎসকের। তবে এসব আমাদের জেনে রাখা ভালো। তাই ‘ভাইরাস-ব্যাকটেরিয়া’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-
১. প্রশ্ন : চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?
উত্তর : অ্যানোফিলিস মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়।
২. প্রশ্ন : পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
উত্তর : দূষিত খাদ্য ও পানি দ্বারা।
৩. প্রশ্ন : জলবসন্তের জীবাণুর নাম-
উত্তর : Varicella.
৪. প্রশ্ন : লেপ্রোসি বা কুষ্ঠরোগ একটি-
উত্তর : ব্যাকটেরিয়াজনিত রোগ।
৫. প্রশ্ন : হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-
উত্তর : ভাইরাস।
৬. প্রশ্ন : যেসব প্রাণি এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ-জীবাণু বহন করে, তাকে বলে-
উত্তর : ভেক্টর।
৭. প্রশ্ন : রাইজোবিয়াম (Rhizobium) কী?
উত্তর : ব্যাক্টেরিয়া।
৮. প্রশ্ন : কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি (B C G) টিকা ব্যবহার করা হয়?
উত্তর : যক্ষ্মা।
৯. প্রশ্ন : সর্বপ্রথম ‘ম্যালেরিয়া’ শব্দটি প্রয়োগ করেন কে?
উত্তর : ল্যাভেরন।
১০. প্রশ্ন : শিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে?
উত্তর : রাইজোবিয়াম।
১১. প্রশ্ন : ছোঁয়াচে রোগ-
উত্তর : পাঁচড়া।
১২. প্রশ্ন : AIDS এর পূর্ণরূপ কী?
উত্তর : Acquired Immune Deficiency Syndrome.
১৩. প্রশ্ন : এইডস রোগের ক্ষতিকারক দিক কী?
উত্তর : দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
১৪. প্রশ্ন : ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর : গলা।
১৫. প্রশ্ন : কোনটি ভাইরাল ডিজিজ?
উত্তর : Influenza.
১৬. প্রশ্ন : কোনটি এইডস রোগের জন্য দায়ী?
উত্তর : HIV.
১৭. প্রশ্ন : কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
উত্তর : ডিপথেরিয়া।
১৮. প্রশ্ন : নিষ্পিষ্ট মসলায় লবণ মিশিয়ে অনেকদিন রাখা যায় কেন?
উত্তর : লবণ পচনকারী জীবাণুর বংশ বিস্তার রোধ করে।
১৯. প্রশ্ন : গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তর : ফাইলেরিয়া কৃমি।
২০. প্রশ্ন : কোনটি রক্ত আমাশয়ের জীবাণু?
উত্তর : সিগেলা।