সাধারন জ্ঞানের আসর - ৪র্থ পর্ব

সাধারণ জ্ঞান October 19, 2016 1,100
সাধারন জ্ঞানের আসর - ৪র্থ পর্ব

নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? উত্তরঃ চীন


IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ উত্তরঃ ভিয়েনা


সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ উত্তরঃ ১৯৮৫


জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৪৫


আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত। উত্তরঃ সিরিয়া


মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তরঃ আলবেনিয়া


জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি? উত্তরঃ প্রশাসক


কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০ সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? উত্তরঃ কোরিয়া সংকট


সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? উত্তরঃ ১৮৬৯


নিম্মলিখিত কোনটি International mother Earthday? উত্তরঃ ২২ এপ্রিল


প্রেসিডেন্ট-উইন্ড উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। উত্তরঃ ১8


যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? উত্তরঃ জুন ২০০২


আরবলীগ প্রতিষ্ঠা পায়- উত্তরঃ ১৯৪৫


“YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল- উত্তরঃ জাতিসংঘ প্রতিষ্ঠা


বর্তমানে ন্যামের সদস্য সংখ্যাঃ উত্তরঃ সঠিক উত্তর নাই (১২০)


War and Peace উপন্যাসের রচয়িতা উত্তরঃ লিও টলষ্টয়


আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ উত্তরঃ জেনেভা


সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়- উত্তরঃ পাগ-মার্ক


বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? উত্তরঃ ৯৯.৯৭ শতাংশ


বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তমানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদানকরবে? উত্তরঃ ৩০%


তথ্যসূত্রঃ ইন্টারনেট