সাধারণ জ্ঞান : ভাইরাস-ব্যাকটেরিয়া

সাধারণ জ্ঞান October 19, 2016 1,002
সাধারণ জ্ঞান : ভাইরাস-ব্যাকটেরিয়া

মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে অসুস্থ হন। আক্রান্ত হন বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া দ্বারা। সব উপসর্গ হয়তো আমাদের জানাও নেই। অসুস্থতায় শরণাপন্ন হই চিকিৎসকের। তবে এসব আমাদের জেনে রাখা ভালো। তাই ‘ভাইরাস-ব্যাকটেরিয়া’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব.....


১. প্রশ্ন : ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?

উত্তর : এডিস।


২. প্রশ্ন : ভাইরাস আসলে কী?

উত্তর : প্রাণিদেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণির মত আচরণ করে।


৩. প্রশ্ন : যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, তাকে বলে-

উত্তর : এইডস।


৪. প্রশ্ন : কোন টিকার কার্যকর ব্যবহার নেই?

উত্তর : কলেরা ভ্যাকসিন।


৫. প্রশ্ন : এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?

উত্তর : সচেতনতা সৃষ্টি।


৬. প্রশ্ন : পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়-

উত্তর : দুধকে।


৭. প্রশ্ন : কোনটি ভাইরাসজনিত রোগ?

উত্তর : বসন্ত।


৮. প্রশ্ন : ‘স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে’- কার উক্তি?

উত্তর : মেজর রোনাল্ড রস।


৯. প্রশ্ন : যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-

উত্তর : প্যাথজোনিক।


১০. প্রশ্ন : প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কী?

উত্তর : Yersenia pestis.


১১. প্রশ্ন : স্ত্রী কিউরেক্স মশা যে রোগের জীবাণু বহন করে-

উত্তর : ফাইলেরিয়া।


১২. প্রশ্ন : যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে না-

উত্তর : এরাবিক ব্যাকরেটিয়া, এনারোবিক ব্যাকটেরিয়া ও ফেকালটেটিভ ব্যাকটেরিয়া।


১৩. প্রশ্ন : কুষ্ঠরোগের লক্ষণ-

উত্তর : ত্বকে বিশেষ ধরনের ক্ষতে ব্যথাহীনতা।


১৪. প্রশ্ন : ফিতা কৃমি কী ধরনের প্রাণি?

উত্তর : অন্তঃপরজীবী।


১৫. প্রশ্ন : পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে?

উত্তর : Diseases.


১৬. প্রশ্ন : ভাইরাসজনিত রোগ-

উত্তর : জলাতঙ্ক।


১৭. প্রশ্ন : এইডস একটি-

উত্তর : ভাইরাসজনিত রোগ।


১৮. প্রশ্ন : পানিবাহিত রোগ নয়-

উত্তর : কোষ্টকাঠিন্য।


১৯. প্রশ্ন : ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

উত্তর : নিউমোনিয়া।


২০. প্রশ্ন : বার্ড ফ্লু’র উৎস কোনটি?

উত্তর : মুরগি।