সাধারণ জ্ঞান : সালোক সংশ্লেষণ- ১ম পর্ব

সাধারণ জ্ঞান October 17, 2016 1,351
সাধারণ জ্ঞান : সালোক সংশ্লেষণ- ১ম পর্ব

সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এবং মাটি থেকে শোষিত পানি যে জটিল শারীরবৃত্তীয় জারণ-বিজারণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। ‘সালোক সংশ্লেষণ’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-


১. প্রশ্ন : সালোক সংশ্লেষণ কোথায় ঘটে?

উত্তর : প্লাস্টিড।


২. প্রশ্ন : মেঘলা দিনে উদ্ভিদের কাণ্ডে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে আসে?

উত্তর : ব্যাপনের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে।


৩. প্রশ্ন : ঘন পাতাবিশিষ্ট গাছের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ থেকে-

উত্তর : অধিক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়।


৪. প্রশ্ন : সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কী?

উত্তর : পানি।


৫. প্রশ্ন : কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?

উত্তর : প্রস্বেদন রোধ করার জন্য।


৬. প্রশ্ন : উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কী?

উত্তর : আলো।


৭. প্রশ্ন : সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কী নামে পরিচিত?

উত্তর : কেলভিন বিক্রিয়া।


৮. প্রশ্ন : সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-

উত্তর : লাল আলোতে।


৯. প্রশ্ন : শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন?

উত্তর : প্রস্বেদন কমাতে।


১০. প্রশ্ন : উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-

উত্তর : প্রস্বেদন।


১১. প্রশ্ন : সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ কী ত্যাগ করে?

উত্তর : অক্সিজেন।


১২. প্রশ্ন : লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?

উত্তর : কাণ্ড।


১৩. প্রশ্ন : সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি?

উত্তর : গাছের পাতা।


১৪. প্রশ্ন : উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়?

উত্তর : কচিকাণ্ডে, বীজপত্রে ও পাতায়।


১৫. প্রশ্ন : প্রাথমিক খাদ্য উৎপাদক-

উত্তর : সবুজ উদ্ভিদ।


১৬. প্রশ্ন : উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করে?

উত্তর : সালোক সংশ্লেষণ।


১৭. প্রশ্ন : শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-

উত্তর : পাতা ঝরে যায়।


১৮. প্রশ্ন : খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?

উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।


১৯. প্রশ্ন : সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি মূল পদার্থটি কী?

উত্তর : শর্করা।


২০. প্রশ্ন : ক্লেরোফিল ছাড়া সম্পন্ন হয় না-

উত্তর : সালোক সংশ্লেষণ।