পানি ছাড়া সুইমিং পুল

বন্ধু কৌতুক October 17, 2016 1,996
পানি ছাড়া সুইমিং পুল

রাতুল : জানিস আমাদের নতুন বাড়িতে বাবা তিনটা সুইমিং পুল বানিয়েছে।


রাব্বি : তাই নাকি!


রাতুল : হ্যাঁ, একটা সুইমিং পুল গরম পানির, একটা ঠান্ডা পানির, আরেকটা পানি ছাড়া।


রাব্বি : সে কী! যার ঠান্ডা লাগবে সে গরম পানির পুলে আর যার গরম লাগবে সে ঠান্ডা পানির পুলে সাঁতার কাটবে, এ পর্যন্ত না হয় বুঝলাম। কিন্তু পানি ছাড়া সুইমিং পুল কী জন্য?


রাতুল : যারা সাঁতার জানে না তাদের জন্য!