সাধারণ জ্ঞান : জীববিজ্ঞানের বিকাশ- শেষ পর্ব

সাধারণ জ্ঞান October 16, 2016 1,492
সাধারণ জ্ঞান : জীববিজ্ঞানের বিকাশ- শেষ পর্ব

১. প্রশ্ন : অস্টিওলজি অর্থ কী?

উত্তর : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।


২. প্রশ্ন : ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?

উত্তর : শামুক-ঝিনুক।


৩. প্রশ্ন : হোমিওপ্যাথির আবিষ্কারক কে?

উত্তর : এস সি এফ হ্যানিমেন।


৪. প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?

উত্তর : ইভোলিউশন।


৫. প্রশ্ন : জেনেটিক্স বা বংশগতির জনক কে?

উত্তর : মেন্ডেল।


৬. প্রশ্ন : আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন?

উত্তর : বিজ্ঞানী।


৭. প্রশ্ন : ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যম-

উত্তর : কাল পিঁপড়া।


৮. প্রশ্ন : আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?

উত্তর : সিগমন্ড ফ্রয়েড।


৯. প্রশ্ন : ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?

উত্তর : লিউয়েন হুক।


১০. প্রশ্ন : পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?

উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।


১১. প্রশ্ন : ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম-

উত্তর : হাইড্রোলজি।


১২. প্রশ্ন : ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত-

উত্তর : ওয়াটসন ও ক্রিক।


১৩. প্রশ্ন : যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে?

উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি।


১৪. প্রশ্ন : কৃত্রিম জীন আবিষ্কার করেন কে?

উত্তর : হরগোবিন্দ খোরানা।


১৫. প্রশ্ন : শারীরবিদ্যার জনক কে?

উত্তর : উইলিয়াম হার্ভে।


১৬. প্রশ্ন : কোন বিজ্ঞানী রোগ-জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

উত্তর : লুইপাস্তুর।


১৭. প্রশ্ন : কোনটি একবীজপত্রী?

উত্তর : ভুট্টা।


১৮. প্রশ্ন : কোন উদ্ভিদ স্ব-পরাগায়ন ঘটায়?

উত্তর : শিম।


১৯. প্রশ্ন : ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-

উত্তর : বাতাসের সাথে পরাগ ঝরে পড়ে।


২০. প্রশ্ন : পাথরকুচির চারা কীসের সাহায্যে উৎপন্ন করা হয়?

উত্তর : পাতার সাহায্যে।