সাধারন জ্ঞানের আসর - ১ম পর্ব

সাধারণ জ্ঞান October 15, 2016 3,342
সাধারন জ্ঞানের আসর - ১ম পর্ব

প্রশ্ন: নিশীত সূর্যের দেশ' বলা হয়-কোন

দেশকে?

→ নরওয়ে-কে

-

প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?

→ উত্তর কোরিয়া।

-

প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ.?

→ পাপুয়া নিউগিনি।

-

প্রশ্ন: শহীদ মিনারের স্থপতি কে.?

→ হামিদুর রহমান।

-

প্রশ্ন: "আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে?

→ আলতাফ মাহমুদ।

-

প্রশ্ন: "আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারী গানটির রচনা করেন.?

→ আবদুল গাফফার চৌধুরী।

-

প্রশ্ন: আমাদের জাতীয় দিবস/স্বাধীনতা

দিবস হল.?

→ ২৬ মার্চ।

-

প্রশ্ন: আমাদের বিজয় দিবস হচ্ছে.?

→ ১৬ ডিসেম্ভর।

-

প্রশ্ন: আয়তনে বিশ্বের বড় জলপ্রপাত হচ্ছে.?

→ নায়াগ্রা (যুক্তরাষ্ট)

-

প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?

→ অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)

-

প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি

জেলাকে স্পর্শ।করেছে.?

→ ৫ টি

-

প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি

রাজ্যের।সীমান্ত আছে.?

→ ৫ টি

-

প্রশ্ন: সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে?

→ জাপান-কে

-

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি.?

→ নীলনদ

-

প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি.?

→ আমাজান

-

প্রশ্ন:- ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ

কোনটি ?

→ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র


♂আজ থেকে ধারাবাহিক ভাবে সিরিজটি আপডেট করা হবে ৷ আমাদের সাথেই থাকুন ৷