যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। পড়ুন ‘জীববিজ্ঞানের বিকাশ’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব
১. প্রশ্ন : কোষ আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট হুক।
২. প্রশ্ন : এপিকালচার বলতে কী বোঝায়?
উত্তর : মৌমাছি পালন।
৩. প্রশ্ন : পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কী?
উত্তর : জিওলজি।
৪. প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তর : থিওফ্রাস্টাস।
৫. প্রশ্ন : ‘জীব থেকে জীবের উৎপত্তি হয়’ এ সম্পর্কে আলোকপাত করেন-
উত্তর : এরিস্টটল।
৬. প্রশ্ন : কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি?
উত্তর : এনটোমলোজি।
৭. প্রশ্ন : কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
উত্তর : পাথরকুচি।
৮. প্রশ্ন : মৎস্য চাষ বিদ্যা-
উত্তর : পিসিকালচার।
৯. প্রশ্ন : যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট কচ।
১০. প্রশ্ন : পোলটি ফার্মিং কী?
উত্তর :হাঁস-মুরগী পালন বিদ্যা।
১১. প্রশ্ন : কোন উদ্ভিদে অণুবীজের মাধ্যমে প্রজনন হয়?
উত্তর : ফার্ণ।
১২. প্রশ্ন : ইকোলজির বিষয়বস্তু হচ্ছে-
উত্তর : প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ।
১৩. প্রশ্ন : জীববিজ্ঞানের প্রধান শাখা দু’টি কি কি?
উত্তর : Botany এবং Zoology.
১৪. প্রশ্ন : পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সমন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর : ইকোলজি।
১৫. প্রশ্ন : ধানের পরাগায়ন কীভাবে হয়?
উত্তর : বাতাসের সাহায্যে।
১৬. প্রশ্ন : এনাটমির জনক কে?
উত্তর : ভেসালিয়াস।
১৭. প্রশ্ন : ইবনে সিনা কে ছিলেন?
উত্তর : চিকিৎসা বিজ্ঞানী।
১৮. প্রশ্ন : এভিকালচার বলতে কী বোঝায়?
উত্তর : পাখিপালন সংক্রান্ত বিদ্যা।
১৯. প্রশ্ন : ‘অরিজিন অব স্পেসিস’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর : চার্লস ডারউইন।
২০. প্রশ্ন : রেশম পোকার চাষকে কী বলে?
উত্তর : সেরিকালচার।