সাধারণ জ্ঞান : উদ্ভিদ জগৎ- ২য় পর্ব

সাধারণ জ্ঞান October 12, 2016 1,440
সাধারণ জ্ঞান : উদ্ভিদ জগৎ- ২য় পর্ব

পৃথিবীর যাবতীয় সৃষ্টির মধ্যে উদ্ভিদ জগৎ অন্যতম। মানুষের কল্যাণে সৃষ্টিকর্তা উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছেন। উদ্ভিদ জগতের অজানা অনেক তথ্য নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-


১. প্রশ্ন : মিউকর কী?

উত্তর : একটি ছত্রাক।


২. প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কী বলে?

উত্তর : কাণ্ড।


৩. প্রশ্ন : ধানের বাদামি রোগ হয়-

উত্তর : ছত্রাক দ্বারা।


৪. প্রশ্ন : প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?

উত্তর : Agaricus.


৫. প্রশ্ন : নিরপেক্ষ দিনের উদ্ভিদ?

উত্তর : শশা, সূর্যমুখী, আউশ ধান।


৬. প্রশ্ন : কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?

উত্তর : ফণিমনসা।


৭. প্রশ্ন : সাধারণত ফলের অংশ কয়টি?

উত্তর : ৩টি।


৮. প্রশ্ন : ইরাটম কী?

উত্তর : উন্নত জাতের ধান।


৯. প্রশ্ন : অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল?

উত্তর : গাঁদা।


১০. প্রশ্ন : শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

উত্তর : স্বভোজী।


১১. প্রশ্ন : কোনটি একবীজপত্রী উদ্ভিদ?

উত্তর : আখ।


১২. প্রশ্ন : কোনটি অটোফাইট নয়?

উত্তর : ব্যাঙের ছাতা বা ছত্রাক।


১৩. প্রশ্ন : নিরপেক্ষ দিনের ফসল

উত্তর : আউশ ধান।


১৪. প্রশ্ন : একটি আদর্শ ফলে পাওয়া যায়-

উত্তর : বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক।


১৫. প্রশ্ন : ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?

উত্তর : মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ।


১৬. প্রশ্ন : মহাকাশ গবেষণা খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব্যবহৃত হয়-

উত্তর : ক্লোরোলা উদ্ভিদ।


১৭. প্রশ্ন : কোনটি তৈলবীজ নয়?

উত্তর : অড়হর।


১৮. প্রশ্ন : ধানগাছ কোন জাতীয় উদ্ভিদ?

উত্তর : ঘাস।


১৯. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল-

উত্তর : আম।


২০. প্রশ্ন : নিচের কোনটি একবীজপত্রী?

উত্তর : খেজুর।