কিন্তু আমার জানার বিষয় হচ্ছে পুরুষ যদি লাল রংয়ের কাপড় পরে তাহলে কি সেটা পরা তার জন্য জায়েয হবে? ইসলামী শরীয়ত এই বিষয়ে কি বলে?
সাদা, কালো, হলুদ ও লাল ইত্যাদি
রংয়ের কাপড় বাজারে পাওয়া যায়। আমর সাধারণত দেখি পুরুষরা লাল কাপড় পরে না। কিন্তু আমার জানার বিষয় হচ্ছে পুরুষ যদি লাল রংয়ের কাপড় পরে তাহলে কি সেটা পরা তার জন্য জায়েয হবে? ইসলামী শরীয়ত এই বিষয়ে কি বলে?
লাল কাপড় পরতে ইসলামের দৃষ্টিতে কোন প্রকার বাধা নেই। তবে না পরাই ভালো। [আযীযুল ফাতাওয়া ৭৫১]