এক নম্বর বেকুব

প্রেমিক-প্রেমিকা কৌতুক October 9, 2016 2,122
এক নম্বর বেকুব

প্রেমিকা : তুমি এক নম্বর বেকুব।


প্রেমিক : কিন্তু আমি দেখতে সুদর্শন।


প্রেমিকা : কে বলেছে তোমাকে এ কথা?


প্রেমিক : কেন? তুমি বলেছ!


প্রেমিকা : আমি বলেছি, আর তুমি আমার কথা বিশ্বাস করেছ?


প্রেমিক : হুঁ, করেছি।


প্রেমিকা : উফ! তুমি আসলেই এক নম্বর বেকুব।


প্রেমিক : কিন্তু আমি দেখতে সুদর্শন!