বাজারে এইচপির নতুন চারটি মডেলের ল্যাপটপ!

কম্পিউটার রিভিউ October 6, 2016 1,027
বাজারে এইচপির নতুন চারটি মডেলের ল্যাপটপ!

এইচপি ব্র্যান্ডের নতুন চারটি মডেলের ল্যাপটপ বাজারে বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। এগুলো হলো এইচপি-১৪-এএম ০০৭ টিইউ, এইচপি ১৫-এওয়াই ০৩১ টিইউ, এইচপি ২৪০ জি৪ এবং এইচপি ২৫০ জি৪।


একই কনফিগারেশনের ল্যাপটপগুলোতে রয়েছে ইনটেল পঞ্চম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪ দশমিক ১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে ও সুপার মাল্টি ডিভিডি।


বিপণনকারী প্রতিষ্ঠানটি স্মার্ট টেকনোলজিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি মডেলের এই ল্যাপটপগুলোর মধ্যে প্রথম দুটির দাম ৩৩ হাজার টাকা ও পরের দুটির দাম ৩৩ হাজার ৫০০ টাকা। ল্যাপটপের সঙ্গে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।