জীবনেও বিয়ে করব না

আইন আদালত October 6, 2016 3,043
জীবনেও বিয়ে করব না

জজ সাহেব : যখন এই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে?

সাক্ষী : জী হ্যাঁ।

জজ সাহেব : তোমার এই ঝগড়া থেকে কি ধারণা হলো?

সাক্ষী : হুজুর আমি জীবনেও বিয়ে করব না ।