ইনি আমার স্ত্রী

আইন আদালত October 5, 2016 3,453
ইনি আমার স্ত্রী

বিচারক : রাত বারোটার সময় খিড়কি দরজা দিয়ে তুমি এই মহিলার বাড়িতে ঢুকেছিলে কেন?

আসামি : ভেবেছিলাম, ওটা আমার নিজের বাড়ি।

বিচারক : বেশ, যদি তাই হয়, তাহলে এই মহিলাকে দেখে জানালা টপকে চৌবাচ্চার আড়ালে লুকাতে গেলে কেন?

আসামি : ভেবেছিলাম, ইনি আমার স্ত্রী।