আমাদের বাড়িওয়ালার মতো

বন্ধু কৌতুক October 3, 2016 1,830
আমাদের বাড়িওয়ালার মতো

ঝন্টু আর মন্টু- দুই বন্ধুতে গল্প হচ্ছে-

ঝন্টু : জানিস, সেদিন একটা বহু প্রাচীন কেল্লায় গিয়েছিলাম। কেল্লার কোনো জায়গায় মেরামতের ছোঁয়া পড়েনি, প্রতিটি ইট এখনো আগের মতোই আছে। এমনকি দেয়ালে নতুন রংও দেওয়া হয়নি।

মন্টু : বাহ! মনে হচ্ছে কেল্লার মালিকের স্বভাব ঠিক আমাদের বাড়িওয়ালার মতো!