যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। পড়ুন ‘জলবায়ু পরিবর্তন’ নিয়ে আজকের আয়োজন-
১. প্রশ্ন : মরা লেক ‘এরি’ কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে।
২. প্রশ্ন : মৃত সাগর কোথায় অবস্থিত?
উত্তর : জর্ডানে।
৩. প্রশ্ন : ভিয়েতনাম ওয়াল কোথায় অবস্থিত?
উত্তর : ওয়াশিংটন ডিসিতে।
৪. প্রশ্ন : জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে কবে বিস্ফোরণ হয়?
উত্তর : ১১ মার্চ ২০১১।
৫. প্রশ্ন : গত ১০০ বছরে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?
উত্তর : ১ ডিগ্রি সেলসিয়াস/০.৭৪ ডিগ্রি সেলসিয়াস।
৬. প্রশ্ন : পানিকে কত মিনিট ফোটালে জীবাণুমুক্ত হয়?
উত্তর : ১৫-২০ মিনিট।
৭. প্রশ্ন : সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের কত অংশ পানির নিচে চলে যাবে?
উত্তর : প্রায় এক দশমাংশ।
৮. প্রশ্ন : গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত পানিচুক্তি হয় কবে?
উত্তর : ১৯৭৭ সালে।
৯. প্রশ্ন : পানির ন্যায্য হিসসা পেতে ভারতের সাথে বাংলাদেশের ২য় চুক্তি হয় কবে?
উত্তর : ১৯৯৬ সালে।
১০. প্রশ্ন : রামসার কনভেনশন কী?
উত্তর : ইউনেস্কোর উদ্যোগে ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলাভূমিসংক্রান্ত চুক্তি।
১১. প্রশ্ন : বিভিন্ন দেশের মধ্যদিয়ে প্রবাহিত নদ-নদীর পানি বণ্টন নিয়ে করা আন্তর্জাতিক চুক্তির নাম কী?
উত্তর : আন্তর্জাতিক নদী কনভেনশন।
১২. প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কতভাগ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে?
উত্তর : ৩০%।
১৩. প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ খরা হয় কত সালে?
উত্তর : ১৯৭৮-১৯৭৯।
১৪. প্রশ্ন : বাংলাদেশে প্রলয়ংকরী বন্যা হয় কবে?
উত্তর : ১৯৭৪, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৫, ২০০৪, ২০০৭।
১৫. প্রশ্ন : ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা কত হবে?
উত্তর : ১০ বিলিয়ন।
১৬. প্রশ্ন : ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা প্রায় কতভাগ বনভূমি ধ্বংস হয়?
উত্তর : ৮০%।
১৭. প্রশ্ন : জলবায়ুজনিত কারণে ২১০০ সালের মধ্যে খাদ্য উৎপাদন হ্রাস পাবে কত শতাংশ?
উত্তর : ৩০%।
১৮. প্রশ্ন : জলবায়ুজনিত কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলায় কত অংশ কৃষিজমি লবণাক্ততার শিকার?
উত্তর : ১৩%।
১৯. প্রশ্ন : সমুদ্রের পানির উচ্চতা যদি ৪৫ সেন্টিমিটার বাড়ে, তাহলে সুন্দরবনের কত অংশ তলিয়ে যাবে?
উত্তর : ৭৫%।
২০. প্রশ্ন : পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে মাছ ও মাছের পোনা মারা যাওয়ার আশঙ্কা থাকে?
উত্তর : ৩২ ডিগ্রি সেলসিয়াসের উপরে।