প্লাস্টিকের ফুল কেন

প্রেমিক-প্রেমিকা কৌতুক October 1, 2016 3,286
প্লাস্টিকের ফুল কেন

প্রেমিকা : তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ?

প্রেমিক : তাজা ফুল বেশি সময় তাজা থাকে না।

প্রেমিকা : তাতে কি হয়েছে?

প্রেমিক : তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায় |