পাইলটের যেন গরম না লাগে

বন্ধু কৌতুক September 30, 2016 2,206
পাইলটের যেন গরম না লাগে

দুই বন্ধুতে গল্প হচ্ছে-

প্রথম বন্ধু : বল তো, হেলিকপ্টারের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?

দ্বিতীয় বন্ধু : কেন?

প্রথম বন্ধু : হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।

দ্বিতীয় বন্ধু : যাহ।

প্রথম বন্ধু : হুমম! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমন ঘামতে থাকে!