সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- শেষ পর্ব

সাধারণ জ্ঞান September 29, 2016 1,474
সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- শেষ পর্ব

১. প্রশ্ন : লুই আই কান কোন দেশের নাগরিক?

উত্তর : যুক্তরাষ্ট্রের নাগরিক।


২. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?

উত্তর : হ্যারি পাম ব্লুম।


৩. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে?

উত্তর : ১৯৬৫ সালে।


৪. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত?

উত্তর : ২১৫ একর।


৫. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?

উত্তর : ২৮ জানুয়ারি ১৯৮২।


৬. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?

উত্তর : ৯ তলা।


৭. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?

উত্তর : ১৫৫ ফুট।


৮. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?

উত্তর : শাপলা ফুল।


৯. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?

উত্তর : রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।


১০. প্রশ্ন : বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?

উত্তর : ১৫ ফেব্রুয়ারি ১৯৮২।


১১. প্রশ্ন : বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?

উত্তর : ৩৫০টি।


১২. প্রশ্ন : বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি?

উত্তর : ৩০০টি।


১৩. প্রশ্ন : সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি?

উত্তর : ৫০টি।


১৪. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?

উত্তর : পঞ্চগড়-১।


১৫. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?

উত্তর : বান্দরবান।


১৬. প্রশ্ন : জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয়?

উত্তর : স্পিকারের ভোটকে।


১৭. প্রশ্ন : সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?

উত্তর : ৬০ দিন।


১৮. প্রশ্ন : সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহ্বান করতে হবে?

উত্তর : ৩০ দিন।


১৯. প্রশ্ন : সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

উত্তর : রাষ্ট্রপতি।


২০. প্রশ্ন : সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংসদ হলে?

উত্তর : ৬০ জন।