সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- ৬ষ্ঠ পর্ব

সাধারণ জ্ঞান September 29, 2016 1,485
সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- ৬ষ্ঠ পর্ব

১. প্রশ্ন : গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?

উত্তর : ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।


২. প্রশ্ন : জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।


৩. প্রশ্ন : চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।


৪. প্রশ্ন : সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।


৫. প্রশ্ন : সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।


৬. প্রশ্ন : চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।


৭. প্রশ্ন : বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।


৮. প্রশ্ন : সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।


৯. প্রশ্ন : পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।


১০. প্রশ্ন : ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।


১১. প্রশ্ন : সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর : ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।


১২. প্রশ্ন : স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?

উত্তর : ৭৪ অনুচ্ছেদ।


১৩. প্রশ্ন : ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?

উত্তর : ৭৭ অনুচ্ছেদে।


১৪. প্রশ্ন : জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?

উত্তর : ১৯৮০ সালে।


১৫. প্রশ্ন : বাংলাদশের সংবিধানে এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে?

উত্তর : ১৬টি।


১৬. প্রশ্ন : ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়?

উত্তর : ২৬ সেপ্টেম্বর ১৯৭৫।


১৭. প্রশ্ন : ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?

উত্তর : ১২ নভেম্বর ১৯৯৬।


১৮. প্রশ্ন : বাংলাদেশের আইন সভার নাম কী?

উত্তর : জাতীয় সংসদ।


১৯. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?

উত্তর : ১৯৬২ সালে।


২০. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান।