কথা বলা ঘড়ি

বন্ধু কৌতুক September 23, 2016 1,843
কথা বলা ঘড়ি

বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন রাকিব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে-

রাকিব : এটা কী?

বন্ধু : এটা একটা ‘কথা বলা ঘড়ি’।

রাকিব : তাই নাকি? দেখি তো কেমন কথা বলে?


এ কথা শুনে রাকিবের বন্ধু হাতুড়ি দিয়ে থালায় আঘাত করল। প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন-

প্রতিবেশী : নালায়েক! রাত ১০টার সময় কেউ এত জোরে শব্দ করে?