প্রশ্ন : হায়েজ নেফাজ অবস্থায় কি কাপড় বা মোজা দিয়ে কোরআন ধরা যাবে? কলমের সাহায্যে পৃষ্ঠা ওল্টানো যাবে?
উত্তর : এত তাকলিফ বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই কাজ না করলেই যথেষ্ট। যদি বাধ্য হয়ে যান, তাহলে তিনি হাতে স্পর্শ করবেন, যদি কোনো ওজরের কারণে প্রয়োজন দেখা দেয়। কিন্তু হাতে মোজা পরবেন, আবার কলম দিয়ে পৃষ্ঠা ওল্টাবেন, এই কষ্ট বা এ ধরনের কাজকে বলে কৃত্রিমতা বা বাড়াবাড়ি, যা করার কোনো দরকার নেই। যদি একান্ত বাধ্য হন বা ধরার প্রয়োজন হয়, তাহলে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন।
তবে এভাবে স্পর্শ না করাটাই হচ্ছে উত্তম। এটাই অধিকাংশ ওলামায়ে কেরামদের বক্তব্য। মাত্র তো কয়েক দিনের ব্যাপার।
সূত্রঃ এনটিভি অনলাইন