তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে-
প্রথম বন্ধু : জানিস আমি স্বপ্নে দেখলাম মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে। আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।
দ্বিতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে। আর আমি তার মালিক হয়ে গেছি।
তৃতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম এতো কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস। আর মরার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস!