চামড়াটাই আমার

বন্ধু কৌতুক September 17, 2016 1,494
চামড়াটাই আমার

এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি টাই-টা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া– বলতে পার শুধু গায়ের চামড়াটাই আমার।


বন্ধুটি তার উপর আগে থেকেই রেগে ছিল। বলল, চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গাণ্ডারের।