কখনো কাউকে ছেলেকে বিয়ে করতে দেখেছেন

আইন আদালত September 11, 2016 3,242
কখনো কাউকে ছেলেকে বিয়ে করতে দেখেছেন

উকিল সাক্ষীকে জেরা করছে-

সাক্ষীকে উকিল একটা ধমক দিলেন: আপনি বিয়ে করেছেন?

সাক্ষী: জি হুজুর, করেছি?

উকিল: কাকে?

সাক্ষী: একটা মেয়েকে।

উকিল: যত্তসব, তাও আবার বলতে হয়। কখনো কাউকে একটা ছেলেকে বিয়ে করতে দেখেছেন?

সাক্ষী: জি হুজুর, দেখেছি- আমার বোন করেছে।