নিশ্বাস নিতে ভুলে গেছেন

মালিক ও কর্মচারী September 8, 2016 1,125
নিশ্বাস নিতে ভুলে গেছেন

বাড়ির মালিক মারা গেছেন। চাকর হাউমাউ করে কাঁদছে।


প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করল, ‘কী হয়েছিল তোমার মালিকের?’


চাকর জবাব দিল, ‘ভারি ভুলোমনা মানুষ ছিলেন তিনি। বোধ হয় গত রাতে নিশ্বাস নিতে ভুলে গেছিলেন।’