তিনটি প্রশ্নে ১৫ হাজার টাকা

আইন আদালত September 7, 2016 2,269
তিনটি প্রশ্নে ১৫ হাজার টাকা

নতুন এক মক্কেল বিখ্যাত এক উকিলের সঙ্গে দেখা করতে এসেছেন-


মক্কেল : আচ্ছা, আপনার ফি কত?

উকিল : আমি প্রতি তিনটি প্রশ্নের উত্তরে ১৫ হাজার টাকা নিই।


মক্কেল : কেন, আপনি এত বেশি টাকা নেন কেন?

উকিল : এটাই তো আমার ন্যায্য পারিশ্রমিক। হাতে সময় কম। এবার আপনার তিন নম্বর প্রশ্নটি বলে ১৫ হাজার টাকা দিয়ে জলদি কেটে পড়ুন!