দুই আধাপাগল বন্ধুর মধ্যে কথোপকথন....
১ম বন্ধু : ওই, তুই যে নতুন প্যান্ট পরছোস। তোর প্যান্টটা কত নিল রে?
২য় বন্ধু : আটানব্বই। তুই ও তো দেখছি নতুন প্যান্ট পরছোস। তোরটা কত নিছে?
১ম বন্ধু : ময়দানব্বই।
২য় বন্ধু : কেন? কেন?
১ম বন্ধু : তোরটা যদি আটানব্বই হয় তাইলে আমারটা তো তোরটার চেয়েও ভালো। তাই আমারটা নিছে ময়দানব্বই!