যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘ধাতব ও অধাতব রসায়ন’ নিয়ে আজকের আয়োজনের ৪র্থ পর্ব-
১. প্রশ্ন : হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়?
উত্তর : পাকস্থলীতে।
২. প্রশ্ন : হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কী?
উত্তর : হজমে সহায়তা করা।
৩. প্রশ্ন : সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার করেন কে?
উত্তর : প্রিস্টলি।
৪. প্রশ্ন : কোন ধাতু পানিতে ভাসবে?
উত্তর : ধাতুর আণবিক ওজন ১৮ এর কম হলে।
৫. প্রশ্ন : বিক্রিয়ার গতি মন্থর করার জন্য কী করা হয়?
উত্তর : পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট বা ভারি পানি ব্যবহার করা হয়।
৬. প্রশ্ন : পীট কয়লার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : এটি ভেজা ও নরম।
৭. প্রশ্ন : কাঁচ তৈরির প্রধান উপাদান কী?
উত্তর : বালি।
৮. প্রশ্ন : হাইড্রোজেন সালফাইড কী?
উত্তর : পঁচা ডিমের মত কটু গন্ধযুক্ত গ্যাস।
৯. প্রশ্ন : আয়োডিনের অভাবে কী রোগ হয়?
উত্তর : গলগণ্ড।
১০. প্রশ্ন : জি.আই শিটে কীসের প্রলেপ দেওয়া থাকে?
উত্তর : দস্তার প্রলেপ।
১১. প্রশ্ন : ঘরের চালে মরিচা ধরে না কেন?
উত্তর : জি.আই শিটে দস্তার প্রলেপ দেওয়া থাকায়।
১২. প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে কী সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর : সোডিয়াম ধাতু।
১৩. প্রশ্ন : গান মেটাল কী?
উত্তর : তামা, দস্তা এবং টিনের মিশ্রণে তৈরি শংকর ধাতু।
১৪. প্রশ্ন : গান মেটাল কী কাজে ব্যবহৃত হত?
উত্তর : কামান তৈরির কাজে।
১৫. প্রশ্ন : বেকিং পাউডার কী?
উত্তর : সোডিয়াম বাই-কার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টারটারেটর মিশ্রণকে বেকিং পাউডার বলে।
১৬. প্রশ্ন : ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?
উত্তর : লোহা বা ইস্পাতের তৈরি সামগ্রীর উপর নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়াকে।
১৭. প্রশ্ন : প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন বস্তু কী?
উত্তর : হীরক।
১৮. প্রশ্ন : গন্ধক বা সালফার কী?
উত্তর : খুবই সক্রিয়া অধাতু।
১৯. প্রশ্ন : সালফারের বৈশিষ্ট্য কী?
উত্তর : এটি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।
২০. প্রশ্ন : জীবাণুনাশক ওষুধ তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর : সালফার বা গন্ধক।