সাধারণ জ্ঞান : ধাতব ও অধাতব রসায়ন- ৩য় পর্ব!

সাধারণ জ্ঞান August 30, 2016 1,534
সাধারণ জ্ঞান : ধাতব ও অধাতব রসায়ন- ৩য় পর্ব!

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘ধাতব ও অধাতব রসায়ন’ নিয়ে আজকের আয়োজনের ৩য় পর্ব-


১. প্রশ্ন : ইস্পাত সাধারণত কী থেকে ভিন্ন?

উত্তর : লোহা।


২. প্রশ্ন : ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন হওয়ার কারণ কী?

উত্তর : ইস্পাতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে।


৩. প্রশ্ন : আরণ অক্সাইড কীভাবে উৎপন্ন হয়?

উত্তর : আর্দ্র বাতাসের সংস্পর্শে লোহার পরমাণু ধীরে ধীরে অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে আরণ অক্সাইড উৎপন্ন হয়।


৪. প্রশ্ন : লোহায় মরিচা পড়ে কেন?

উত্তর : আর্দ্র বাতাসের সংস্পর্শে লোহার পরমাণু ধীরে ধীরে অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে আরণ অক্সাইড উৎপন্ন হওয়ায়।


৫. প্রশ্ন : লোহা বা ইস্পাতের তৈরি জিনিসকে মরিচা থেকে রক্ষা করার জন্য কী করা হয়?

উত্তর : জিঙ্কের প্রলেপ দেয়া হয়।


৬. প্রশ্ন : গ্যালভানাইজিং কাকে বলে?

উত্তর : লোহা বা ইস্পাতের ওপর জিঙ্কের প্রলেপ দেয়াকে।


৭. প্রশ্ন : মরিচা প্রতিরোধ বা সামগ্রিক উজ্জ্বলতা, চাকচিক্য, সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়াতে কী করা হয়?

উত্তর : ইকট্রোপ্লোটিং করা হয়।


৮. প্রশ্ন : তাপ ও বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু কী?

উত্তর : গ্রাফাইট।


৯. প্রশ্ন : গ্রাফাইটের সঙ্গে বিভিন্ন অনুপাতে কাদা মিশিয়ে কী তৈরি করা হয়?

উত্তর : বিভিন্ন ধরনের পেন্সিলের সীস।


১০. প্রশ্ন : পেন্সিলে কখন গ্রাফাইটের পরিমাণ বেশি হয়?

উত্তর : পেন্সিলের সীস যত মোটা ও নরম হয়।


১১. প্রশ্ন : হীরক সাধারণত কেমন হয়?

উত্তর : স্বচ্ছ ও বর্ণহীন।


১২. প্রশ্ন : হীরক কেন চকচকে দেখায়?

উত্তর : যখন হীরকের মধ্যদিয়ে আলো বিভিন্নভাবে এঁকে যায়।


১৩. প্রশ্ন : হীরকের উজ্জ্বলতা কখন বৃদ্ধি পায়?

উত্তর : হীরককে বিশেষভাবে কেটে বহুতল বিশিষ্ট করা হলে।


১৪. প্রশ্ন : রকেট এবং জেট বিমানে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?

উত্তর : তরল অক্সিজেন।


১৫. প্রশ্ন : পানিতে অক্সিজেন কী অবস্থায় থাকে?

উত্তর : দ্রবীভুত অবস্থায়।


১৬. প্রশ্ন : মাছ এবং অন্যান্য জলচর প্রাণি কীসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে?

উত্তর : ফুলকার সাহায্যে।


১৭. প্রশ্ন : মাছ এবং অন্যান্য জলচর প্রাণি কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর : ফুলকার সাহায্যে।


১৮. প্রশ্ন : কার্বন-ডাই-অক্সাইড কখন কঠিন পদার্থে পরিণত হয়?

উত্তর : অত্যাধিক চাপ এবং অতি নিম্ন তাপমাত্রায় ঘনীভুত করলে।


১৯. প্রশ্ন : কার্বন-ডাই-অক্সাইড কখন তরল হয়?

উত্তর : অত্যাধিক চাপ এবং অতি নিম্ন তাপমাত্রায় ঘনীভুত না করলে।


২০. প্রশ্ন : ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে?

উত্তর : দেখতে বরফের মত কঠিন কার্বন-ড্রাই-অক্সাইডকে।