সাধারণ জ্ঞান : ধাতব ও অধাতব রসায়ন - ১ম পর্ব

সাধারণ জ্ঞান August 28, 2016 2,118
সাধারণ জ্ঞান : ধাতব ও অধাতব রসায়ন - ১ম পর্ব

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘ধাতব ও অধাতব রসায়ন’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব....


১. প্রশ্ন : যে সব মৌল তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত করলে টুনটুন শব্দ হয়, সেগুলো কী?

উত্তর : ধাতু।


২. প্রশ্ন : যে সব মৌল তাপ ও বিদ্যুৎ অপরিবহী এবং যৌগে তড়িৎ ঋণাত্বক আয়ন হিসেবে থাকে, সেগুলো কী?

উত্তর : অধাতু।


৩. প্রশ্ন : কেওলিন কী?

উত্তর : এক প্রকার সাদামাটি।


৪. প্রশ্ন : কেওলিন দিয়ে কী তৈরি করা হয়?

উত্তর : সিরামিক সামগ্রী।


৫. প্রশ্ন : কোথায় সিরামিক খনি আরিষ্কার হয়?

উত্তর : ময়মনসিংহ জেলায়।


৬. প্রশ্ন : সোডিয়ামের যৌগ সোডিয়াম নাইট্রেট (NaNo3) কে কী বলা হয়?

উত্তর : চিলির সল্টপিটার।


৭. প্রশ্ন : সোডিয়ামের কার্বনেট (Na2Co3) কে কী বলে?

উত্তর : বেকিং পাউডার।


৮. প্রশ্ন : ঘরের ছাদ হিসেবে কী ব্যবহার হয়?

উত্তর : জিঙ্কের প্রলেপযুক্ত ইস্পাতের তৈরি চিট।


৯. প্রশ্ন : ভূ-ত্বকে অ্যালুমিনিয়াম ধাতু কী হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর : তাপ পরিবাহক।


১০. প্রশ্ন : সীসা কাগজের উপর ঘষলে কেমন দাগ পড়ে?

উত্তর : কালো দাগ।


১১. প্রশ্ন : যে লোহায় কার্বনের পরিমাণ .০৮ থেকে ১.৫ এর মধ্যে- তাকে কী বলে?

উত্তর : ইস্পাত।


১২. প্রশ্ন : ইস্পাত কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর : স্থায়ী চুম্বক তৈরিতে।


১৩. প্রশ্ন : ইস্পাতের গুণাগুণ কীসের উপর নির্ভর করে?

উত্তর : কার্বনের পরিমাণের উপর।


১৪. প্রশ্ন : ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরি হয়, তাকে কী বলে?

উত্তর : স্টেইনলেস স্টিল।


১৫. প্রশ্ন : তামা ও দস্তার মিশ্রণে কী তৈরী হয়?

উত্তর : পিতল।


১৬. প্রশ্ন : তামা, দস্তা ও নিকেলের সংকর ধাতু কী?

উত্তর : জার্মান সিলভার।


১৭. প্রশ্ন : অ্যালুমিনিয়াম, কপার ম্যাগনেশিয়াম এবং মাঙ্গানিজের মিশ্রণে তৈরি সংকর ধাতু কী?

উত্তর : ডুরালুমিন।


১৮. প্রশ্ন : ডুরালুমিন কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর : উড়োজাহাজ তৈরিতে।


১৯. প্রশ্ন : খনিজের সাথে যে সব অপদ্রব্য থাকে, সেগুলোকে কী বলে?

উত্তর : খনিজ মল বা গ্যাং।


২০. প্রশ্ন : পারদের সঙ্গে অন্য যেকোনো ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুকে কী বলে?

উত্তর : পারদ সংকর বা অ্যামাল গাম।