মস্কোর এক স্কুল পরিদর্শনে গেছেন এক পরিদর্শক। এরই মাঝে ক্লাস এইটের শ্রেণিকক্ষে ঢুকে তিনি বেশ রসিকতা করেই জানতে চাইলেন-
পরিদর্শক : তোমরা কী চাও? আমি কি তোমাদের দু’টো সহজ প্রশ্ন করব, নাকি একটা কঠিন প্রশ্ন?
পেছনের সারি থেকে এক ছাত্র দাঁড়িয়ে বলল-
ছাত্র : বেশ তো! একটা কঠিন প্রশ্নই না হয় করুন।
পরিদর্শক : তাহলে তুমিই আমাকে বল যে বিশ্বে সবচেয়ে প্রাচীন জাদুঘর কোনটি?
ছাত্র: মস্কো ন্যাশনাল মিউজিয়াম অব রাশিয়া-
পরিদর্শক : কিন্তু এটা তো ভুল। তুমি কীভাবে বলছ যে মস্কো ন্যাশনাল মিউজিয়ামই সবচেয়ে প্রাচীন জাদুঘর?
ছাত্র : মাফ করবেন স্যার। আপনার কিন্তু একটাই কঠিন প্রশ্ন করার কথা ছিল, দুটো নয়!