আমার শরীরের একটা জায়গা শক্ত হয়ে গিয়েছিল ১৮+

১৮+ কৌতুক August 2, 2016 2,055
আমার শরীরের একটা জায়গা শক্ত হয়ে গিয়েছিল ১৮+

দুই বালক একবার সমুদ্রের পাড়ে গোশল করতে যাচ্ছিল। সমুদ্রের পাড়ে গিয়ে তারা দেখল স্বল্প বসনা একটা মেয়ে গোশল করছে। এই দৃশ্য দেখে, এক বালক দৌড়ে পালাতে লাগল। অন্যবালকটি এটা বুজতে পেরে,দৌড়ে ঐ বালকটির নিকট গিয়ে জিগগেশ করল,


১ম বালকঃ কিরে তুই পালাইতাছস কে?

২য় বালকঃ আমার মা আমাকে বলেছে,নগ্ন মেয়ে দেখলে শরীর পাথরের মত শক্ত হয়ে যায়।

১ম বালকঃ নারে এটা তোরে ভয় দেখানোর জন্য বলছে।

২য় বালকঃ মার কথাই সত্য। আমার শরীরের একটা জায়গা শক্ত হয়ে গিয়েছিল।