এই ঘটনা মার্কিন মুল্লুকের নিউ ইয়র্ক শহরের। বাপ ডেভিড ট্রাম্প তার একমাত্র পুত্র জনি ট্রাম্পকে ডাকলেন গুরুতর একটি বিষয়ে কথা বলার জন্য।
ট্রাম্প: দেখ জনি, পাশের বাড়ির ডেইজির সঙ্গে যে তোমার অ্যাফেয়ার চলছে তা আমি জানি এবং তোমরা যে অচিরেই বিয়ে করতে যাচ্ছ তাও জানি।
জনি: ইউ আর রাইট ড্যাড...
ট্রাম্প: কিন্তু তুমি বোধ হয় একটা বেঠিক ডিসিশন নিতে যাচ্ছো। কারণ, তুমি জান না যে ডেইজি আসলে তোমার আপন বোন!
জনি: বলছো কী, ড্যাড! তার মানে ডেইজির মা কেলির সঙ্গে তোমার...
ট্রাম্প: তুমি প্রাপ্তবয়স্ক, তোমার কাছে খোলামেলাই স্বীকার করছি- ওর মায়ের সঙ্গে আমার গভীর অ্যাফেয়ার ছিল। কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ ওর বিয়ে হয়ে যায় ল্যারির সঙ্গে... ডেইজি তখন কেলির পেটে...
জনি: ওহ্ শিট বাবা! হাউএভার, তোমাকে থ্যাঙ্কস যে তুমি বিষয়টি আমাকে সময়মতো জানিয়েছো। নাহলে তো...
এর মাস খানেক পর ডেভিড ট্রাম্প ফের পুত্রকে ডাকলেন।
ট্রাম্প: ডিয়ার সান, তুমি মনে হয় আবার একই ভুল করছো।
জনি: মানে! কীসের ভুল বাবা?
ট্রাম্প: তোমার এখনকার প্রেমিকা রেমি ডাইসনের কথা বলছি। বাস্তবে সেও তোমার আপন বোন হয়!
জনি: তার মানে রেমির মা নাওমির সঙ্গেও তোমার...
ট্রাম্প: টুবি অনেস্ট, মাই সান- ঘটনা সেরকমই...
জনি: বাবা...
এরপর জনি মনের দুঃখে বাবা-মাকে ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে গেল। সেখানে সুজি নামে অপরূপা এক তরুণীর সঙ্গে তার প্রেম জমে উঠলো। সুজিকে বিয়ে করতে যাচ্ছে জনি আগামী রবিবার। কিন্তু আগেরদিন শনিবার বাবা ট্রাম্পের ফোন পেয়ে রীতিমতো চমকে গেল সে।
ট্রাম্প: মাই সান, আমি সব সময়ে তোমার কাছে সৎ থাকতে চেয়েছি। তাই সব দ্বিধা ঝেরে আবারও তোমাকে ফোন দিলাম। জানতে পারলাম তুমি সুজি ম্যাকেঞ্জিকে বিয়ে...
জনি: ওহ্ গড! বাবা এখানেও?
ট্রাম্প: তুমি ভুলে যাচ্ছো যে আমাদের আদি বাসস্থান ছিল ক্যালিফোর্নিয়া। তো সুজির মা রোজি আমার শিশুকালের খেলার সঙ্গী ছিল। যৌবনে আমাদের মাঝে গভীর প্রেম...
বাবার ওপর চরম ক্ষুব্ধ জনি ফোন কেটে দিয়ে সঙ্গে সঙ্গে মা লিলিকে ফোন দিল।
সব শুনে লিলি ছেলেকে বললো: ডিয়ার সান জনি, তুই ডেউজি, রেমি বা সুজি- যে কাউকে বিয়ে করে ফেলতে পারিস। এতে কোনো সমস্যাই দেখছি না আমি...
জনি: মা, কী বলছো তুমি ভেবে বলছো! এ তো পাপ হবে, মহাপাপ!
লিলি: কোনো কিচ্ছুই হবে না! কারণ, ওরা কেউ-ই তোর আপন বোন নয়!
জনি: মা! এত নিশ্চয়তা দিয়ে কীভাবে বলছো!
লিলি: এ কারণে বলতে পারছি যে তুই নিজেই ট্রাম্পের সন্তান না! সুযোগ পেয়ে আমিও তোকে সত্য কথাটা বলে দিলাম আজ। ওহ গড! কী শান্তি যে লাগছে আজ...
জনি: মা...আ...আ... তুমিও...