পুনরুত্থান দিবসের আজাব থেকে মুক্তির দোয়া!

ইসলামিক শিক্ষা August 1, 2016 1,289
পুনরুত্থান দিবসের আজাব থেকে মুক্তির দোয়া!

পৃথিবীর সকল জীবনকেই মৃত্যুর স্বাদ নিতে হবে সুনিশ্চিত। আবার মৃত্যুর পর সকলকেই পুনরায় জীবিত করা হবে।


সেখানে সবার বিচার কর্ম পরিচালিত হবে। যারা সে দিন অপরাধী হিসেবে উত্থিত হবে, তারা আল্লাহর আজাব ভোগ করবে। সেই কঠিন পরিস্থিতির দিনের আজাব থেকে মুক্ত থাকতে হাদিসের একটি দোয়া তুলে ধরা হলো-




উচ্চারণ : রাব্বি ক্বিনি আ’জা-বাকা ইয়াওমা তাবআ’ছু ই’বাদাকা।


অর্থ : হে আমার প্রতিপালক! তোমার আজাব হতে আমাকে বাঁচাও! যেদিন তোমার বান্দাদের তুমি পুনরুত্থান ঘটাবে। (মুসলিম, মিশকাত)


আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর এ দোয়ার আমল করার তাওফিক দান করুন। পুনরুত্থান দিবসের ভয়াবহতাসহ সকল প্রকার আজাব থেকে হিফাজত রাখুন। আমিন।