বাঘ মামা বাঘ মামা
সুন্দরবন ছেড়ে, কোথা যাও চলে?
কিছু তো যাও বলে।
-সরকারের বেশে
বাস্তুহারা করেই দিলে শেষে
দেখ, দাদাবাবুরা ডাকছে হেসে
যাই পার্শ্ববর্তী দেশে।
হায়নার দল হায়নার দল
সুন্দরবন ছেড়ে কোথা যাও চলে?
কিছু তো যাও বলে।
-পশুপাখিরা হারিয়ে ফেলছে দিশা
দাদাবাবুরা দিয়ে দিয়েছে ভিসা
নীতিনির্ধারকদের বলো, 'এসে থাকে যেন বনে'
মাঝেমাঝে দেখা হবে স্বজাতির সনে।
পন্ডিত মশাই পন্ডিত মশাই
সুন্দরবন ছেড়ে, কোথা যাও চলে?
কিছু তো যাও বলে।
-তোদের বিদ্যুৎ দরকার
তাই বলে বনটা করে দিলি ছারখার?
ওরে নির্বোধের দল কোথাকার
বাঁচতে চাইলে বিদ্যুৎকেন্দ্র বন্ধকর।