দেশের বাজারে এসেছে কপারের রঙে এইচপি ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স ল্যাপটপ।
প্যাভিলিয়ন ১৫-এইউ০৬১টিএক্স মডেলের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই-ফাইভ ৬২০০ ইউ প্রসেসর, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল এইচডি ডিসপ্লে এবং এনভিডিয়া জিফোর্স ৯৪০ এমএক্স ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড।
এছাড়া ৮ জিবি ডিডিআর-ফোর প্রযুক্তির র্যাম এই ল্যাপটপটিকে দিয়েছে দুর্দান্ত গতি। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ল্যাপটপটির মূল্য ৫৮,৫০০ টাকা। এটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।