কাতার সোজা করে নামাজ আদায় করা অনেক উত্তম কাজ। কাতার সোজায় আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার ঘোষণা রয়েছে। কাতার সোজা করার ব্যাপারে হাদিসে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। কাতার সোজা করার বিষয়ে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বললেন, তা তুলে ধরা হলো-
১. ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে এ কথা বলা সুন্নাত যে-
ﺃَﻗِﻴْﻤُﻮْﺍ ﺻُﻔُﻮْﻓَﻜُﻢْ ﻭَ ﺗَﺮَﺍﺻُّﻮﺍ
অর্থাৎ আপনাদের কাতার সোজা করুন এবং পরস্পর মিলে দাঁড়ান। (বুখারি)
২. অথবা বলবেন- ﺳَﻮُّﻭﺍ ﺻُﻔُﻮﻓَﻜُﻢْ ﻓَﺎِﻥَّ ﺗَﺴْﻮِﻳَﺔَ ﺍﻟﺼُّﻔُﻮﻑِ ﻣِﻦ ﺍِﻗَﺎﻣَﺔِ ﺍﻟﺼَّﻼﺓِ
অর্থাৎ ‘কাতার সোজা করুন, কারণ কাতার সোজা করা নামাজ কায়েমের অন্তর্ভুক্ত।’ (বুখারি-মুসলিম)
৩. অথবা বলবেন- ‘কাতার সোজা করুন, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ান, কাতারের মাঝে ফাঁক বন্ধ করুন, হাতগুলো সহজ ও স্বাভাবিকভাবে রাখুন, শয়তানের জন্য কাতারের মধ্যে খালি জায়গা রাখবেন না। যে ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহ তাকে মিলাবেন। আর যে ব্যক্তি কাতারের সংযোগ বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাকে বিচ্ছিন্ন করে দিবেন। (আবু দাউদ, নাসাঈ)
৪. অথবা বলবেন- ﺍِﺳْﺘَﻮُﻭﺍ ﺍﺳْﺘُﻮُﻭﺍ ﺍﺳْﺘَﻮُﻭﺍ অর্থাৎ ‘কাতার সোজা করুন, কাতার সোজা করুন, কাতার সোজা করুন।’ (নাসাঈ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের কাতার সোজা করে দাঁড়ানোর তাওফিক দান করুন। এবং কাতার সোজা করে দাঁড়ানোর ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।