৩০ রমজান ১৪৩৭ হিজরি, বুধবার। পবিত্র রমজান মাসের শেষ রমজান। আজই শেষ হতে যাচ্ছে রহমত বরকত মাগফিরাত ও নাজাতের বারতা নিয়ে আগমন করা মাহে রমজান। রমজানের শেষ দিনে আমাদের রোজা ও নেক আমলগুলো কবুলের জন্য একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’ল সিয়ামি ফিহি বিশ্শুকরি ওয়াল ক্বাবুলি আ’লা মা তারদাহু ওয়া ইয়ারদাহুর রাসুল; মুহকামাতা ফারুয়ু’হু বিল উসুল; বি-হাক্কা সাইয়্যেদিনা মুহাম্মাদিন ওয়া আলিহিত ত্বাহিরিন; ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আ’লামিন।
অর্থ : হে আল্লাহ! তুমি ও তোমার রাসুল ঠিক যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত কর এবং কবুল করে নাও। আমাদের নেতা হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তার বংশধরদের ওসিলায় আমার সব ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে মূল ইবাদাতের সাথে যোগ করে শক্তিশালী কর। আর সব প্রশংসা ও গুণগান জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য।
পরিশেষে...
আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহর রোজা ও নেক আমলগুলো কবুল করুন। ছোট-বড় সকল গোনাহ মাফ করুন। মুসলমানের জীবনে বার বার রমজান দান করুন। আমিন।