শিক্ষক : যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও!
কিন্তু কেউ উঠে দাঁড়াল না। কিছুক্ষণ পর মুখে একটা মজার হাসি নিয়ে উঠল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র রবি।
শিক্ষক : ও... তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?
রবি : স্যার, ঠিক তা নয়। আসলে আপনি একাই দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না!